Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন নায়ক হতে ১০ ভিলেন পেটাতে হয় না : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিদ্যা বালানকে সা¤প্রতিক হিট চলচ্চিত্র ‘মিশন মঙ্গল’-এ অক্ষয় কুমার, তাপসী পান্নু, সোনাক্ষি, সিনহা, নিত্য মেনেন এবং কীর্তি কুলহারির সঙ্গে কাস্টে দেখা গেছে। বিদ্যা এ যাবত যেমন বিনোদনধারার ফিল্মে অভিনয় করেছে সেই সঙ্গে বিষয়সমৃদ্ধ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। ‘তুমহারি সুলু’ তারকা বলেছেন, দীর্ঘ সময় চলচ্চিত্র ছিল মানুষের জন্য কিছুটা সময় হারিয়ে যাবার জন্য এক কল্পনার জগত ছিল। কিন্তু এখন আর তা নেই। এখন দর্শকরা সাধারণ নারী বা পুরুষের সাফল্যকে নায়ক আর নায়িকার মাঝে দেখতে চায়। এক সা¤প্রতিক সাক্ষাতকারে তিনি বলেন, “এখন আর আমরা নায়ককে অন্য কোনও জগতের প্রাণী হিসেবে দেখি না। নায়ক যদি আমাদের মতই একজন হয় তাতেই দর্শক রোমাঞ্চিত হয়। আর সেজন্যই আমরা ব্যতিক্রমী ধারার নায়কদের দেখতে পাচ্ছি। এখন আর নায়ক হতে হলে ১০ ভিলেনকে পেটাতে হয় না বরং একজন মানুষ যদি ভালভাবে জীবন যাপন করতে পারে তার স্বপ্ন পূরণ করতে পারে , তাই হয় অনুপ্রেরণা-দায়ক। এতে দর্শক অনুভব করে তারও নায়ক হবার সুযোগ আছে। সোশাল মিডিয়া ঠিক এই কাজটিই করছে। তাই না? এই মাধ্যমেই প্রত্যেকে অনুভব করতে পারে তার মতামতেরও মূল্য আছে, কথার শক্তি আছে। আমি নিশ্চিত নই এটা সব সময় ভাল থাকবে। তবে এখন যা ঘটছে তাই তো ঠিক।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যা বালান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ