Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে: বিদ্যা বালান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৯:৫৭ এএম

মহামারী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ছন্দে ফিরতে শুরু করেছে বলিউড। সম্প্রতি নতুন গাইডলাইন মেনে গোটা দেশে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। আর তাতেই সিনেমাপাড়ায় শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। ইতোমধ্যে অনেকেই শুটিংয়ে ফেরার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের আগামী সিনেমা 'শেরনি'। এতে একজন বন অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অমিত মাসুকার। জানা গেছে, আগামী অক্টোবরে মধ্য প্রদেশের একটি জঙ্গলে সিনেমাটির শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে বিদ্যা বালান বলেন, বর্তমান পরিস্থিতিতে শুটিং করা বেশ চ্যালেঞ্জিং কিন্তু আমি এর জন্য প্রস্তুত রয়েছি। এই সময়ে দিনের একটি সময়ে শুটিং করতে হবে। সাধারণত শুটিংয়ের জন্য আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। আমরা জঙ্গলে শুটিং করব, তাই মনে করি এটা ভালো একটা দিক। আশা করছি, আমরা নিরাপদ থাকব।

৪১ বছর বয়সী বিদ্যা বালান জানিয়েছেন, শুটিং ও অন্যান্য কাজ পুনরায় স্বাভাবিকভাবে শুরু করার কারণে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। অভিনেত্রীর কথায়, আমরা কেবল সতর্কতা অবলম্বন করতে পারি। পাশাপাশি এও ভাবছি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার জানা নেই, শহরের বাহিরে শুটিংগুলো কেমন হবে?'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ