Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিদ্যা বালান যে জন্য জয়ললিতার বায়োপিক ছেড়েছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

কঙ্গনা রানৌত ২৩ মার্চ তার জন্মদিনে ঘোষণা দেন তিনি একসময়ের অভিনেত্রী এবং বর্তমানে সফল রাজনীতিক জয়ললিতার বায়োপিকে অভিনয় করবেন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় তিনি এই ফিল্মের জন্য বিপুল সম্মানী পাচ্ছেন। কঙ্গনা যখন এই বিশেষ ফিল্মটি পেয়ে আনন্দে নাচছেন সেখানে অনেকের মনে প্রশ্ন জেগেছে বিদ্যা বালান প্রথম অফার পেয়েও ফিল্মটিকে সায় দেননি কেন। বাস্তবতা হল বিদ্যাই ছিলেন পরিচালক এ এল বিজয়ের প্রথম পছন্দ। পরিচালকের বিশ্বাস জয়ললিতার ভূমিকায় বিদ্যাই ছিলেন আদর্শ। বিদ্যার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তিনি ভূমিকাটি নেননি এই ভেবে যে সেটির প্রতি তিনি সুবিচার করতে পারতেন না কারণ তিনি আগেই একটি ওয়েব সিরিজে কথা দিয়ে ফেলেছিলেন। এক বছরের বেশি আগে থেকে তিনি এই প্রজেক্টটিকেই অগ্রাধিকার দিচ্ছেন। ‘কাহানি’ চলচ্চিত্রের অভিনেত্রীটি জানিয়েছেন ভারতের পরলোকগত প্রধানমন্ত্রী ইন্দিরাকে নিয়ে এই ওয়েব সিরিজটি কত মৌসুমে গড়াবে তা সিদ্ধান্ত নেয়া হয়নি, তবে তা নিয়ে জোর গবেষণা চলছে। বিদ্যার জন্য জয়ললিতার জীবনী চলচ্চিত্র ছেড়ে দেয়া ছিল কঠিন এক সিদ্ধান্ত। তবে তিনি বিনয়ের সঙ্গে পরিচালককে জানিয়ে দেন তার বদলে অন্য অভিনেত্রী নেয়াটাই চলচ্চিত্রটির জন্য ভাল হবে। সাগরিকা ঘোষের ‘ইন্দিরা: ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার’ অবলম্বনে চলচ্চিত্রটি প্রযোজনা করবেন রনি স্ক্রুবালা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যা বালান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ