বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে বয়াতির হাট এলাকায় রোববার সকাল বেলা ১১ টার দিকে এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ-১১-৩৩৮২) ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী কাদের হাওলাদার ক্যাদার (৪৮) নামে এক সৌদি প্রবাসির মৃত্যু হয়েছে। ক্যাদার উপজেলার সূর্যমনি গ্রামের রত্তন আলী হাওলাদারের ছেলে ও দুই সন্তানের জনক। এসময় মটর সাইকেল চালক হাবিব হাওলাদার (৩২) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ক্যাদারকে মৃত ঘোষণা করেন ও আহত হাবিবকে আশংঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত হাবিব একই গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
পুলিশ এ ঘটনায় ভাড়ায় চালিত এ্যাম্বুলেন্সটি ও চালক উপজেলার দেবত্র গ্রামের ইউসুব আলরি ছেলে ফরিদ (২৯) কে আটক করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এ ঘটনায় এ্যাম্বুলেন্সটি ও চালক ফরিদ কে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।