Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কিশোরীদের সচেতনতামূলক তথ্যচিত্রে নার্গিস

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নার্গিস একটি সচেতনতামূলক তথ্যচিত্রে অভিনয় করেছেন। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন মান্নান শফিক। কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গত সপ্তাহে রাজধানীর অদূরে এর শূটিং হয়। তথ্যচিত্রটি রচনা করেছেন বিটিভির মহা পরিচালক হারুন অর রশীদ। কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা মূলক এই তথ্যচিত্রে কাজ করা প্রসঙ্গে নার্গিস বলেন, ‘অনেকদিন পর একটি কাজ করেছি। আমাদের কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এতে অভিনয় করেছি। খুব ভালো একটি কাজ হয়েছে। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ’সহ নির্মাতা মান্নান শফিককে।’ স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে বিটিভির নিজস্ব প্রযোজনায় তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। শিগগিরই এটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হবে। উল্লেখ্য, ছোটবেলা থেকেই নার্গিস মঞ্চে এবং টিভি নাটকে অভিনয় করেন। কমার্শিয়াল স্টেজ শোগুলোতে তিনি অভিনয় করতেন। তার অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘কুয়াশার কান্না’। এটি নির্দেশনা দিয়েছিলেন আনিসুর রহমান। এরপর আরো বহু মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনের ‘আয়না’ সিরিজে তিনি অভিনয় করেছেন। পাশাপাশি ‘বউ কথা কও’, ‘হীরামন’-এ অভিনয় করেছেন। চলচ্চিত্রে ‘ঝড়ের পাখি’ দিয়ে নায়িকা নায়িকা হিসেবে তার যাত্রা শুরু হয়। ১৯৭৩ সালে খান আতাউর রহমান প্রযোজিত ‘ঝড়ের পাখি’ মুক্তি পায়। ‘ঝড়ের পাখি’তে অভিনয়ের সময়ই খান আতা হোসনে আরা নাম থেকে নার্গিস নামকরণ করেন। ‘ঝড়ের পাখির’র পর নার্গিস ‘অবদান’, ‘গুনাহগার’, ‘চম্পাচামেলী’,‘ভাই আমার ভাই’, ‘আদালত’, ‘নোলক’, ‘ফকির মজনু শাহ’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘রং বেরং’, ‘মায়ার বাঁধন’, ‘সারেং বউ’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘কলংকিনী’, ‘রামের সুমতি’,‘ সংঘর্ষ’, ‘পিঞ্জর’সহ আরো বহু চলচ্চিত্রে অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নার্গিস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ