Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে অগ্নিকান্ড

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

নাচোলে জেলা পরিষদ আধুনিক মার্কেটের ৬৭ নং দ্বীপ ইলেকট্রনিক্সে অগ্নিকান্ডের ঘটনায় দোকানের মালামাল ভষ্মীভুত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় দ্বীপ ইলেকট্রনিক্সের পাশে জননী কসমেটিক্সের প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দোকানের সাটারের ফাঁক দিয়ে আগুনের কুন্ডলী ও ধোঁয়া বের হলে অগ্নিকান্ডের ঘটনা পথচারিদের নজরে আসে। পথচারিরা দোকান মালিক ও থানায় এবং ফায়ারসার্ভিসে খবর দেয়।

এদিকে রহনপুর ফায়ার সার্ভিসের¡ ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুস সাত্তার বলেন, বিদ্যুতের সর্টসার্কিট থেকেই অগ্নিকান্ড ঘটেছে এবং ইলেক্ট্রনিক্সের ঘরে এলপি গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার থাকায় দোকান ঘরে আগুনের দ্রæত বিস্তার ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ