Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বরিশালে শোক দিবসের আলোচনা সভা আজ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী সব শহীদদের স্মরণে বরিশাল জেলা প্রশাসন আহুত দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা আজ সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহŸায়ক ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বক্তব্য রাখবেন। এছাড়াও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, গোলাম কিবরিয়া টিপু, বেগম নাসরিন জাহান রতœা, অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহান আরা বেগম বক্তব্য রাখবেন বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানিয়েছেন।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিশেষ অতিথি থাকবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যানে বিশাল প্যান্ডেল নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক দিবস

১৫ আগস্ট, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ