নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মরণঘাতী ক্যান্সারের সঙ্গে আর লড়াই চালিয়ে পারল না বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের ৯ বছরের মেয়ে যানা। হাড়ের ক্যান্সারের সঙ্গে পাঁচ মাস যুদ্ধ করে বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছে ছোট্ট যানা।
মেয়ের মৃত্যুর সংবাদ নিজেই জানিয়েছেন এনরিকে। বৃহস্পতিবার এক বার্তায় যানার মৃত্যুর খবর জানিয়ে তার জন্য দোয়া কামনা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। সে বার্তায় এনরিকে লিখেছেন,
‘আজ (বৃহসপ্তিবার) বিকেলে আমাদের ৯ বছর বয়সী মেয়ে যানা সবাইকে রেখে চলে গেছে। গত পাঁচ মাস সে অস্টিওসারকোমার বিরুদ্ধে লড়াই করে গেছে। এ সময়ে আমরা যাদের কাছে পেয়েছি এবং যানার জন্য যারা দোয়া-ভালোবাসা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’
‘এছাড়া আমরা সেইন্ট হুয়ান ডি ডিউ এবং সেইন্ট পাউ হসপিটালের সকলের প্রতি কৃতজ্ঞ। তারা অত্যন্ত যত্ন ও নিবেদনে সঙ্গে যানার চিকিৎসা করেছে। ডাক্তার, নার্স বা ভলান্টিয়ার- সবার প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সেইন্ট হুয়ান ডি ডিউয়ের স্পেশাল কেয়ার টিমের কথা বলতে চাই।’
‘আমরা তোমাকে অনেক মিস করবো যানা। তবে আমাদের প্রত্যহ দিনের কাজকর্মে আমাদের সঙ্গেই থাকবে তুমি। আশা করবো ভবিষ্যতে আবার দেখা হবে আমাদের। এখন থেকে আমাদের পরিবারের পথ প্রদর্শন করা তারা হবে তুমি। শান্তিতে থাকো, যানিতা।’
এনরিকের মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো স্পেনের ক্রীড়াঙ্গন জুড়েই। স্পেনের প্রায় সর্বস্তরের মানুষ দোয়া ও ভালোবাসা জানাচ্ছেন যানার জন্য। এছাড়া স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, যেকোনো সময় স্পেন ফুটবল দলের দায়িত্ব নিতে পারবেন এনরিকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।