Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বরাষ্ট্রমন্ত্রীর কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

গাড়ীর ভুয়া বীমা দাবি করায় ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী শেরুব জিয়েলতসেনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে থিম্ফু জংখ্যা আদালতের ফৌজদারি বেঞ্চ-১। মঙ্গলবার দেয়া মামলার রায়ে বলা হয়, মন্ত্রী তার গাড়ির জন্য যে বীমা দাবি করেছেন তা প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রয়্যাল ইন্সুরেন্স কর্পোরেশন অব ভুটান লি. (আরআইসিবিএল)-কে পাঠানো এক পত্রে মন্ত্রী জিয়েলতসেন উল্লেখ করেন যে তার টয়োটা প্রাডো গাড়ি ২০১৬ সালের ২১ জুলাই থিম্ফু-ওয়াংদু মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়। আরেক বিবৃতিতে মন্ত্রী দাবি করেন তিনি যখন মঙ্গার যাচ্ছিলেন তখন তার গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। রায়ে বলা হয় যে, দুর্ঘটনা ঘটার কোন প্রমাণ পাওয়া যায়নি। এরপরও আরআইসিবিএলের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) সনম দর্জি মন্ত্রীকে বীমা দাবি করতে সহায়তা করার প্রস্তাব দেন। যখন জানা গেল মন্ত্রী বীমা দাবি করতে পারেন না, তখন দুইজন মিলে ভুয়া দাবি উত্তাপনের সিদ্ধান্ত নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ