Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুর পুলিশের উদ্যোগে নারী ও শিশু সুরক্ষা সেল উদ্বোধন

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৪ এএম


নারী ও শিশুদের আইনী সহয়তা প্রদানের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে নারী ও শিশু সুরক্ষা সেলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে এক মতবিনিময় সভায় নারী ও শিশু সুরক্ষা সেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

এসময় পুলিশ সুপার জানান, এ নারী ও শিশু সুরক্ষা সেল এর মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাপী নারী ও শিশু সুরক্ষা সেলের একজন ইনচার্জ নিয়েজিত থাকবে। যিনি নারী ও শিশুদের যেকোন সমস্যার তাৎক্ষনিক সমাধান ও পুলিশী সমাধানের জন্য নিয়োজিত থাকবে । যার মাধ্যমে নারীরা ও শিশুরা আরো বেশি সুরক্ষিত হবে ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমদ মাইনুল হাসান, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সদর থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক। সভায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু সুরক্ষা সেলের ইনচার্জ খালেদা আক্তার, বিদ্যালয়ের সরকারী শিক্ষক রিতা রানী বল, শিক্ষার্থী হৃদিকা আহসান শ্রেয়া, ডিকে দ্বিভামনি, আশরাফি মিথুয়া। সভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ