প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রানু মন্ডল কেন কেউ কি ভাবতে পেরেছিল লতা মাঙ্গেশকরের একটি ক্লাসিক গান দুই মিনিট গেয়ে এমন খ্যাতি পাবেন তিনি?
একজন ট্রেন যাত্রী কোলকাতার রানাঘাট স্টেশনে লতার ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটি গাইতে দেখে রানুর ভিডিও করে ইউটিউবে আপলোড করে দেন। রাতারাতি খ্যাতি পেয়ে যান রানু।
গায়ক-সঙ্গীত পরিচালক হিমেশ রেশম্মিয়া এই গানের বদৌলতে তাকে চলচ্চিত্রে গান গাইবার সুযোগ করে দেন। একাধিক ফিল্মের জন্য প্লেব্যাক করেছেন তিনি। শোনা যাচ্ছে সালমান খান তাকে একটি বাড়ি উপহার দিয়েছেন যার দাম ৫৫ লক্ষ রুপি।
এর মধ্যে মায়ের খ্যাতি আর অবস্থান জানতে পেরে মেয়ে স্বাতি যোগাযোগ করেন এবং মুম্বাইতে কয়েকটি রেকর্ডিং সেশনে অংশ নেবার পর রানু কোলকাতায় ফিরে স্বাতির সঙ্গে দেখা করেন। বলাই বাহুল্য ১০ বছর পর মা-মেয়ের সাক্ষাত ছিল গভীর আবেগঘন।
একটি সংবাদপত্রকে স্বাতি এর আগে জানিয়েছিলেন মায়ের ভবঘুওে এবং গবন গেয়ে ভিক্ষবৃত্তির জীবনধারা সমর্থন না করতে পেরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন ১০ বছর আগে।
সোশাল মিডিয়াতে ভাইরাল রানুর (৫৯) ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটি দেখে হিমেশ রেশম্মিয়া তার কণ্ঠকে ‘স্বর্গীয়’ বলে উলেখ করেন এবং ফিল্মে প্লেব্যাক করার সুযোগ করে দেন। এছাড়াও তিনি বিভিন্ন টিভি অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রযোজক থেকেও ডাক পাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।