Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ডিএমপির নতুন কমিশনারকে নেটিজেনদের শুভেচ্ছা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১১:১৮ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে তারা সফলতা কামনা করেছন।

বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে শফিকুলকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে এক আদেশ জারি করা হয়। এরআগে তিনি সিআইডির অতিরিক্ত আইজিপি পদে কর্মরত ছিলেন।

নতুন ডিএমপি কমিশনারকে অভিনন্দন জানিয়ে মাহফুজুর রহমান মিয়াজী লিখেছেন, ‘‘শুভ কামনা। দেশের জন্য ভাল কাজ করবেন এটা কামনা।’’

সাগর কামরুজ্জামান লিখেছেন, ‘‘তিনি সততার সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।’’

‘‘অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সঠিক দায়িত্ব পালনে আল্লাহ যেন সহায় হোন’’ লিখেছেন মো. মুঞ্জুরুল করিম।

ফেইসবুক ব্যবহারকারী মো. নাসির উদ্দীন লিখেছেন, ‘‘কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন। উনি কুষ্টিয়ার সন্তান।’’

শফিকুলের সফলতা কামনা করে আরএইচ লালন লিখেছেন, ‘‘‘দোয়া করি মহান আল্লাহ পাকের এবং রাসুলে পাকের প্রতি অনুগত থেকে যেন দায়িত্ব পালন করতে পারেন। আখেরাতের কথা স্মরণ করেন, মৃত্যুর পরে শান্তি ও জান্নাতের স্থায়ী মেহমান হওয়ার লক্ষ্যে।’’

‘‘ডিএমডি কমিশনার স্যারকে অভিনন্দন এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মাহাবুব হোসেন স্যারকেও অভিনন্দন’’ লিখেছেন আবুল কাশেম।

ডিএমপি কমিশনরারের প্রতি অনুরোধ জানিয়ে এম উদ্দীন লিখেছেন, ‘‘দয়া করে সত্য কথা বলবেন। জনগণকে ধোকা দিবেন না। আপনার সাফল্য কামনা করি।’’

আব্দুস সালাম মিজি লিখেছেন, ‘‘নতুন কমিশনারকে শুভেচ্ছা, নিরপেক্ষ, সততা এবং দায়িত্বশীল হয়ে প্রশংসা পাওয়ার দাবী রাখবেন আশা করি।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ