Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইলি বিমান হামলায় আরও ২ ফিলিস্তিনি শহীদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ ও অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা গাজার পুলিশ বাহিনীর সদস্য।

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার রাতের বিমান হামলায় দুই ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এছাড়া এক মহিলাসহ তিন জন আহত হয়েছেন।
তিনি বলেন, শহীদ দুই ফিলিস্তিনিরই বয়স ৩২ বছর এবং তারা গাজার পুলিশ বাহিনীর কর্মকর্তা। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার দক্ষিণের দাহদু এলাকায় ইসরাইল জঙ্গিবিমানের সাহায্যে বোমাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।

গাজার মধ্যাঞ্চলে হামাসের একটি অবস্থানে ইসরাইলি জঙ্গি বিমানের হামলার কয়েক ঘণ্টা পরই ওই দুই পুলিশকে হত্যা করা হয়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে এখনও কোন খবর পাওয়া যায়নি। গাজা থেকে রকেট ছোড়ার জবাবে বিমান হামলা করা হচ্ছে বলে ইসরাইল দাবি করেছে। সূত্র : আইআরআইবি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদ

১১ ফেব্রুয়ারি, ২০২৩
১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ