Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আধুনিক-আলোকিত হবে ঠাকুরগাঁও পৌর এলাকা

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ঠাকুরগাঁও পৌরসভার সাথে উন্নয়নমূলক কাজের জন্য দুবাইভিত্তিক কোরিয়ান কোম্পানি এন্সপায়ার কেএসবি এনার্জি লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের স্থানীয় হাওলাদার কমিউনিটি সেন্টারে উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়।

পৌর কর্তৃপক্ষ বলছে, চুক্তির অধীনে এলাকার স্ট্রিট লাইট আধুনিকায়ন, আধুনিক মার্কেট নির্মাণ, চিত্তবিনোদন পার্ক নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গতকাল দুপুরে স্থানীয় হাওলাদার কমিউনিটি সেন্টারে চুক্তিতে স্বাক্ষর করেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন ও এন্সপায়ার কেএসবি এনার্জি লিমিটেডের ডিরেক্টর মিস হাই উন জু এন। এ ব্যাপারে মেয়র ফয়সল আমীন সাংবাদিকদের বলেন, চুক্তির ফলে যেসব কাজ হবে তাতে আধুনিক ও আলোকিত হয়ে উঠবে ঠাকুরগাঁও পৌরসভা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, চেম্বার সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, পৌর কাউন্সিলর, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আধুনিক

১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ