মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের ৫ কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম বা বিবাহের শিকার। জাতিসংঘ সর্তক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বাড়ছে। নতুন এক প্রতিবেদন অনুসারে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ সকল ধরনের আধুনিক দাসত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এক কোটি মানুষ বাধ্যতামূলক শ্রম ও বিবাহের কাতারে যোগ দিয়েছে। জাতিসংঘের শ্রম ও অভিবাসন সংস্থার সঙ্গে ‘ওয়াক ফ্রি ফাউন্ডেশন’ এর এক গবেষণায় উঠে এসেছে, ২০২১ সালের শেষ নাগাদ ২ কোটি ৮০ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রমের শিকার, আর ২ কোটি ২০ লাখ মানুষ বাধ্যতামূলক বিবাহের মধ্যে বসবাস করছে। এর অর্থ-বিশ্বের ১৫০ জনের মধ্যে ১ জন আধুনিক দাসত্বের শিকার। গবেষণায় আরও বলা হয়েছে, বাধ্যতামূলক শ্রমের শিকার প্রতি ৫ জনের মধ্যে ১ জন শিশু। এই শিশুদের অর্ধেক আবার বাণিজ্যিক যৌন নিপীড়নের শিকার। অভিবাসীকর্মীরা অন্যদের তুলনায় তিনগুন বেশি বাধ্যতামূলক শ্রমের শিকার। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান গাই রাইডার এক বিবৃতিতে বলেছেন, আধুনিক দাসত্বের অবস্থা উন্নতি হচ্ছে না, যা খুবই দুঃখজনক। কোনো কিছুই মৌলিক মানবাধিকার অপব্যবহারের ন্যায্যতা প্রতিপন্ন করতে পারে না। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।