মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমাজন রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদাসীনতার থেকেও সোশ্যাল মিডিয়ায় এখন বেশি চর্চার বিষয় হল তাঁর স্ত্রী মেলানিয়া ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর চুম্বনের দৃশ্য। জি৭ সম্মেলনের শেষ পর্বে রাষ্ট্রনেতা ও তাঁদের সঙ্গীদের নিয়ে একটি ফটো সেশন হয়। সেখানেই এক ফ্রেমে আসেন ট্রুডো-মেলানিয়া-ট্রাম্প। তিন জনের ছবি এমন ভাবে ধরা পড়েছে তাতে হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রবিবার একটি পারিবারিক ছবি তোলার অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথা মত সৌজন্য বিনিময় করেন। পরস্পরের গাল ছুঁয়ে চুম্বন করেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। ফ্রেমে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। তাঁকে গম্ভীর মুখে নীচের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। এই অনবদ্য ফ্রেম নেটিজেনদের নানা কল্পনা উস্কে দিয়েছে।
যদিও এটি প্রথাগত সৌজন্য বিনিময়, তাও এই ছবি নিয়ে হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, ‘মেলেনিয়া সব কিছু বাজি রাখতে তৈরি’। কেউ কেউ মিম তৈরি করতেও দেরি করেননি ছবিটি নিয়ে।
২৪ থেকে ২৬ অগস্ট পর্যন্ত চলা এই সম্মেলন, নানা গুরুত্বপূর্ণ কারণে খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ছবি নিয়ে যে ভাবে চর্চা শুরু হয়েছে, ৪৫তম জি৭ সম্মেলনে মনে হয় অন্য কোনও ইস্যুতে তা হল না।
সূত্র : আনন্দবাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।