Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাচীর টপকিয়েও শেষ রক্ষা হলো না

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম


রাজশাহী কেন্দ্রীয় কারাগারের গতকাল সকালে প্রাচীর টপকে ধর্ষণ মামলার যাবজ্জীবন প্রাপ্ত আসামী ওমর কিস্কু পালিয়ে শেষ রক্ষা করতে পারলো না। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো দুপুরে মহানগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকায়। এ বিষয়ে কথা বলতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন ও জেলার হাবিবুর রহমানকে ফোন করা হলেও তারা ধরেননি। তবে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান ওমর কিস্কুর পালিয়ে যাওয়া এবং ধরা পড়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওমর কিস্কু একটি ধর্ষন মামলার যাবজ্জীবন সশ্রম কারাদÐপ্রাপ্ত আসামি। ২০১১ সাল থেকে তিনি জেল খাটছেন। খ্রীষ্টান ধর্মের অনুসারী ওমর কিস্কুর বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়া গ্রামে।
ওসি জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগার তার থানা এলাকায়। তাই কয়েদি ওমর কিস্কু পালিয়ে যাওয়ার পর কারাগার থেকে তাকে বিষয়টি জানানো হয়। সঙ্গে সঙ্গে পুরো থানা এলাকায় তার সন্ধান শুরু করে পুলিশ। আড়াই ঘণ্টা পর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকা থেকে ধরে আনা হয়। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাচীর

৩০ জুলাই, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ