মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর আফ্রিকার দেশ সুদানে ভারী বর্ষণজনিত ভয়াবহ বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯৮ জন। ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। গত জুলাইয়ের গোড়ার দিক থেকে ভারী বৃষ্টিতে দেশটিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সুদানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বন্যার কবলে পড়েছেন ১৫টি রাজ্যের প্রায় দুই লাখ লোক মানুষ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নাইল প্রদেশ। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে অন্যান্য স্থানেও বন্যার প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সুদানে সাধারণত অক্টোবরের শেষদিক পর্যন্ত বর্ষাকাল থাকে। জাতিসংঘ জানিয়েছে, এবারের বন্যায় দেশটিতে এখন পর্যন্ত ৩৭ হাজার ঘরবাড়ি ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় রাস্তাঘাট ও পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে তাদের গবাদি পশু হারিয়েছেন। অপর এক খবরে বলা হয়, সুদানের প‚র্বাঞ্চলীয় একটি রাজ্যে আদিবাসী গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়া ব্যাপক সংঘর্ষ বন্ধে রোববার জরুরি অবস্থা জারি করে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির রেড সি রাজ্যের রাজধানী পোর্ট সুদানে আদিবাসী গোষ্ঠী বনি আমের ও নুবার মধ্যে গত বুধবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সুদান পুলিশ জানায়, পোর্ট সুদানে এ সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। সংঘর্ষ দমনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। তবে কী কারণে এ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, তা জানা যায়নি। সুদানের অন্তর্র্বর্তী ক্ষমতাসীন কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘কার্যকরী পরিষদ রেড সির শাসক ও নিরাপত্তা প্রধানকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ পরিষদ রেড সি রাজ্যে জরুরি অবস্থা কার্যকর করা এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সুদানের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দেশটির পশ্চিমের দারফুর অঞ্চলে আদিবাসী গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয় বলে জানা যায়। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।