Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিদিন ডানা মেলে ২০ হাজার ফ্লাইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

পৃথিবীর আকাশে প্রতিদিন ২০ হাজার ফ্লাইট ডানা মেলে। এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট ডানা মেলে উত্তর ও দক্ষিণ আমেরিকার আকাশে। এরপরই রয়েছে ইউরোপীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্য। সুইডেনভিত্তিক ফ্লাইটের সরাসরি অবস্থান শনাক্ত করার সংস্থা ফ্লাইট রাডার টোয়েন্টিফোর ডটকম স‚ত্রে এই তথ্য জানা গেছে। স¤প্রতি রাডার টোয়েন্টিফোর ডটকমের বাৎসরিক অডিট রিপোর্ট প্রকাশকালে এই তথ্য দেয়। সংস্থাটির পরিচালক ডেভিড ম্যাক বলেছেন, শুধুমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রতিদিন প্রায় ৮ হাজার ফ্লাইট পরিচালিত হয়। ইউরোপীয় অঞ্চলে এই পরিমাণ সাড়ে চার হাজারের মতো। মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলে আড়াই হাজারের মতো ফ্লাইট। পৃথিবীর অন্যান্য অঞ্চলে চলে বাকি পাঁচ হাজার ফ্লাইট। ডেভিড ম্যাক বলেন, ‘বিশ্বের প্রতিনিয়ত এভিয়েশন সেক্টর স¤প্রসারিত হচ্ছে। এই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী সংখ্যা। বাড়ছে লাইট। সংগত কারণে অধিক ব্যবহৃত হচ্ছে আকাশ পথ। প্রতিনিয়ত স¤প্রসারিত হচ্ছে রুট এবং ফ্লাইট।’ ওয়েবসাইট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ