বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বি-আখড়া নামকস্থানে নৈশ্য কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১জন আহত হয়েছে অন্তত ১৪ জন। নিহতের নাম ইউসুফ (৩৪), তার বাড়ি চাঁদপুর জেলায়, তিনি নৈশ্য কোচের হেল্পার বলে জানা গেছে। আহত ১৪জনের মধ্যে ৯ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশ্য কোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌছলে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই যাত্রীবাহী বাসটি উল্টে ১৫জন আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেল্পার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।