মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল অধিকৃত কাশ্মীরে ‘ব্যাপক মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি ফেরাতে’ ভারতীয় নেতৃত্বের একটি সম্ভাব্য ‘মিথ্যা পতাকা অপারেশন’ সম্পর্কে আন্তর্জাতিক স¤প্রদায়কে সতর্ক করেছেন।
টুইটার বার্তায় তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক স¤প্রদায়কে সতর্ক করতে চাই যে, ভারতীয় নেতৃত্ব সমস্ত সম্ভাব্যতার সাথে আইওজেকে [ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীর] এর বিশাল মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসের রাজত্ব অবরুদ্ধকরণ থেকে মনোযোগ সরিয়ে নেয়ার জন্য সম্ভাব্য মিথ্যা পতাকা অভিযানের চেষ্টা করবে। টুইটারের মাধ্যমে প্রধানমন্ত্রী
তিনি আরো যোগ করেছেন, ‘আমরা ভারতীয় গণমাধ্যমের দাবি শুনছি যে, আফগানিস্তান থেকে কিছু সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অধিকৃত জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে, আবার কেউবা দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে। এই দাবিগুলি আইওজেকে ভারতের জাতিগত নির্মূলকরণ ও গণহত্যার এজেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে দেয়ার পূর্বাভাস,’ তিনি আরো বলেন। জি-৭ শীর্ষ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স সফর করার সময় প্রধানমন্ত্রী ইমরান খানের এমন মন্তব্য আসে।
এপি জানিয়েছে, বৃহস্পতিবার মোদির সাথে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমমানুয়েল ম্যাখোঁ অধিকৃত কাশ্মীরের সঙ্কট নিয়ে পাকিস্তানের সাথে সংলাপের জন্য চাপ দিয়েছেন। তার তিন-দেশ সফরের অংশ হিসাবে মোদি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনও সফর করবেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান, দি অর্ডার অফ জায়েদ-এ ভ‚ষিত করা হবে। মোদি বাহরাইন সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হবেন।
এর আগে বুধবার নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইমরান উদ্বেগ প্রকাশ করেছিলেন যে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ন্যায্যতা প্রমাণের জন্য অধিকৃত কাশ্মীরে একটি প্রতারণামূলক ‘মিথ্যা ফ্লাগ অপারেশন’ গ্রহণ করতে পারে এবং পাকিস্তান জবাব দিতে বাধ্য হবে বলেও জানান।
তিনি সাক্ষাৎকারে বলেন, ‘এবং তারপরে আপনি দুটি পরমাণু-সজ্জিত দেশ চোখের বলের দিকে নজর রেখেছেন এবং যে কোনো কিছুই ঘটতে পারে। আমার উদ্বেগ হ’ল এটি আরো বাড়তে পারে এবং দুটি পারমণু-সমৃদ্ধ দেশের জন্য এটি এখন বিশ্বের জন্য উদ্বেগজনক হওয়া উচিত’।
পাকিস্তানের বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজীব থাপা নামে ভারতীয় সেনা জওয়ান নিহত নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা রাজীব থাপা গোর্খা রাইফেলসের জওয়ান ছিলেন। কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি সেনারা গতকাল গুলিবর্ষণ করলে ওই সেনা সদস্য নিহত হন।
কর্মকর্তা সূত্রে প্রকাশ, তিনি নৌশেরওয়া সেক্টরে কালসিয়া এলাকায় এক অগ্রবর্তী সেনা চৌকিতে মোতায়েন ছিলেন। গতকাল ভোরে সীমান্তের ওপার থেকে আসা পাক বাহিনীর গুলিবর্ষণের কবলে পড়েন রাজীব। তাকে গুরুতর আহত অবস্থায় এক সামরিক হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
মৃত্যুপুরী কাশ্মীর
অধিকৃত কাশ্মিরে গতকাল নিরাপত্তার কড়াকড়ি কয়েকগুণ বৃদ্ধি করে ভারত। জাতিসঙ্ঘ অফিসমুখী একটি বিক্ষোভের ঘোষণার পর তা ঠেকাতে অঞ্চলটি একরকম অচল করে দেয় ভারতীয় বাহিনীর সদস্যরা। কিছু জায়গায় রাস্তায় ব্যারিকেডও দেয়। ফলে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে উপত্যকা।
শুক্রবার শ্রীনগরে জাতিসঙ্ঘের পর্যবেক্ষক সংস্থার অফিসমুখী একটি বিক্ষোভের ঘোষণা দেয়া হয় কাশ্মিরের স্বাধীনতাকামীদের পক্ষ থেকে। ৫ আগস্টের পর থেকে কাশ্মিরে আরোপিত কড়াকড়ি এ সপ্তাহে কিছুটা শিথিল করা হলেও বিক্ষোভের ঘোষণা দেয়ার পর শুক্রবার সকাল থেকেই আবারও অচল করে দেয়া হয় জম্মু।
গত দুই সপ্তাহ ধরেই কাশ্মিরের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছিল ভারতীয় শাসনের বিরুদ্ধে। এসময় পুলিশের টিয়ার গ্যাস ও পেলেট গানের গুলিতে আহত হয়েছে দেড়শ’র বেশি কাশ্মিরী। সরকারের এই দমন নীপিড়নের ফলে কাশ্মিরের হাসপাতালগুলোতে ছিল আহতদের ভিড়
শুক্রবার সকাল থেকেই জাতিসঙ্ঘের পর্যক্ষেক সংস্থার অফিসমুখী সড়কে দুই জায়গায় প্রতিবন্ধকতা(বেড়িকেড) সৃষ্টি করে ভারতেীয় আধাসামরিক বাহিনীর সদস্যরা। এছাড়া নগরীর অন্যান্য স্থানেও সড়কে কাঁটাতারের বেড়িকেড সৃষ্টি করে পুলিশ। বেশিরভাগ দোকান-পাট বন্ধ হয়ে যায়। সড়কে পুলিশের গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চলতে দেখা যায়নি। পুলিশের গাড়ি থেকে কারফিউয়ের ঘোষণা দিয়ে নাগরিকদের বাড়িতে অবস্থান করতে বলা হয়। বিখ্যাত পর্যটন স্পট ডাল লেক ছিলো পর্যটকশূন্য। পুলিশ লেকের পানিতে বোট নিয়ে ছিল পাহারায়। সূত্র : ডন, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।