বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়ার দক্ষিণ খরনা গ্রামে মার্বেল খেলার জেরে রফিক নামের একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত রফিক (৪০) কে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করেন। গতকাল (শুক্রবার) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ খরনা গ্রামে গতকাল (শুক্রবার) সকাল ১১টায় আমির খাঁর বাড়িতে ছেলেদের মধ্যে মার্বেল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে বাকবিতন্ডা দেখা দিলে বাহাদুর মিয়ার পুত্র রফিক আহমদ ঝগড়া থামিয়ে দেয়। পরবর্তীতে মার্বেল খেলা না খেলার জন্য ছেলেদের শাসিয়ে দেয়। এর জের ধরে বেলা ২টার দিকে একই বাড়ির সুলতান আহমদের ৪ ছেলে সোলায়মান, কামরুল, সরোয়ার ও লোকমান লাঠিসোটাসহ দাঁড়ালো কিরিচ নিয়ে রফিককে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।