Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে চাউলের দোকানে চুরি আটক দুই

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কুমিল্লার তিতাস উপলোর মাছিমপুর বাজারের চাউলের দোকোনে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় জরিত সন্দেহে দুই জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় মাছিমপুর বাজারের আনিছ মিয়ার চাউলের দোকানে। দোকান মালিক আনিছ মিয়া জানান রাত আনুমানিক সাড়ে ১টায় বাজারের নৈশ্য প্রহরী হানিফ ও কানু মিয়া আমার বড় ভাই হাবিবকে ডেকে বলে আনিছের দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যাচ্ছে আবু কালাম ও আবু তাহেরসহ আরো ৮/১০জন। এমন খবর পেয়ে হাবিব ভাই আমাকে খবর দেয় এবং লোকজন নিয়ে এসে আমরা তাদেরকে দাওয়া করি। পরে ডিউটিরত পুলিশ আসলে তাদেরকে সাথে নিয়ে মাছিমপুর উত্তর পাড়ার মৃত নাবু মিয়ার ছেলে মোস্তফা(৪০) ও মৃত কুদ্দুছ মিয়ার ছেলে মো. হোসেন(৫৫)কে আটক করে, পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। পরে দোকানে এসে দেখি ক্যাশে থাকা ১লাখ ৭০হাজার টাকাসহ কয়েক বস্তা চাউল নিয়ে গেছে। আটক কৃত হোসেনের ছোট ভাই আবুল বাসার বলেন শুক্রবার রাতে হাবিব ও আনিছের সাথে আমাদের বাড়ির আবুল কালাম দের ঝগরা হয়েছে,এ ঘটনায় হাসান বাদী হয়ে ৯জনকে আসামি করে থানায় মামলা করেছে, তারই জের ধরে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বড় ভাইকে ধরে এনে বলে ডাকাতি করেছে।

এবিষয়ে তিতাস থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন বিষয়টি পুরো পুরি না জেনে কিছু বলা
যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোকানে চুরি

৪ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ