গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে শপিং মলের চারতলার দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।
গতকাল রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর সকালে এসে দুই প্রতিষ্ঠানের কর্মচারীরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় আমরা সংগ্রহের চেষ্টা করছি। কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
রমনা থানার এসআই মাসুদুর রহমান রানা বলেন, কী পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। তবে এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারে আমরা ইতোমধ্যেই অভিযানে নেমেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।