Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে দুই মোবাইল ফোনের দোকানে চুরি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের কাসসাফ শপিং কমপ্লেক্স নামের মার্কেটের দুইটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
মার্কেটের ৪র্থ তলার ইফসান টেলিকমের মালিক আব্দল্লাহ আল মামুন জানান, ইফসান টেলিকম থেকে নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ও ১৬ লাখ টাকা মূল্যের ২৯৫টি স্মাটফোন চুরি হয়েছে।
তৃতীয় তলার ট্রাস্ট টেলিকম বিডির মালিক রবিন আমিন জানান, তার দোকান থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ১১ লাখ টাকা মূল্যের ২০০ পিস স্মাটফোন নিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, ক্ষতিগ্রস্ত দোকানিরা ২০-২৫ লাখ টাকার মালামাল চুরি হওয়ার কথা জানিয়েছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ওই মার্কেটের নাইটগার্ড মোতালেব মিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সূত্র : ওয়েবাসইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দোকানে চুরি

৪ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ