Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৫ ফ্লাইটে দেশে ফিরেছেন ১৬৬৭০ হাজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৯, ১০:৫৯ এএম

সৌদি আরবে হজ পালন শেষে মোট ১৬ হাজার ৬৭০ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৬টিসহ মোট ৪৫টি ফিরতি হজ ফ্লাইটে তারা দেশে ফিরেন।

গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। গত চারদিনে মোট ৪৫টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। বাকি হাজিদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল মঙ্গলবার প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর হাজিরা কোনো ঝামেলা ছাড়াই দেশে ফিরতে পারছেন বিধায় আলোচকরা সন্তুষ্টি প্রকাশ করেন। বর্তমানে একদিকে সৌদির রাজকীয় সরকারের ডিজিটাল ব্যবস্থাপনায় হজ পালন পদ্ধতি (অনলাইনে হজযাত্রীদের রেজিস্ট্রেশন, ভিসা ইস্যু, বাড়ি ভাড়া, খাবারসহ সকল প্রক্রিয়া) প্রবর্তন করায় সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করে হাজিরা দেশে ফিরে আসছেন বলে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ