বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় কভার্ডভ্যান চাপায় মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত ও ৩জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহত সবাই একই পরিবারের বলে জানা যায়। আহত ৩ জনকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতরা হলেন ফেনী জেলার পরশুরাম উপজেলার অলেক মাস্টার বাড়ির মৃত তোফায়েল আহমেদের পুত্র আবদুল মালেক (৬০) ও সালেহ আহমেদ (৭০)। নিহত দু’জনই আপন সহোদর। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। আহতরা হলেন, নিহত আব্দুল মালেকের ছেলে তাহসিন আহমেদ (২৪), ও তাহমিদ আহমেদ (১৮), এবং মেয়ে ফাতিমা মালেক (১২)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চি করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।