মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার ক্ষমতার মেয়াদ আরো তিন বছর বৃদ্ধি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার এক সংক্ষিপ্ত নোটিফিকেশনে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ওই নোটিফিকেশন দেখতে পেয়েছে অনলাইন ডন। এতে লেখা হয়েছে, জেনারেল কমর বাজওয়াকে সেনাবাহিনীর প্রধান হিসেবে আরো তিন বছরের জন্য নিয়োগ করা হলো। তার বর্তমান মেয়াদের শেষ হওয়ার পর এই তিন বছরের মেয়াদ শুরু হবে।
এতে আরো বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক অবস্থার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেনারেল বাজওয়াকে ২০১৬ সালের নভেম্বরে সেনাপ্রধান নিয়োগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।