Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে ভায়রার দায়ের কোপে ভায়রা খুন

হবিগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ৮:১৪ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের বস্তিতে ভায়েরা ভাইয়ের ‘দায়ের কোপে’ সুজিত রেলী (৫৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন।সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় পালিয়েছেন অভিযুক্ত হেলাল রেলী। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া বস্তির বাসিন্দা সুজিত রেলী ও হেলাল রেলী সম্পর্কে একে অপরের ভায়েরা ভাই। তাদের স্ত্রীর মধ্যে বেশি কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে সুজিত ও হেলাল রেলীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে চা গাছের কুড়ি উত্তোলনে ব্যবহৃত দা দিয়ে সুজিতের মাথায় কোপ দেন হেলাল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় হেলাল রেলীও। পরে আহতাবস্থায় তিনি পালিয়ে যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, উল্লেখিত দুজনের স্ত্রীদের বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ কর হয়েছে।

অভিযুক্ত হেলালকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ