Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহ্রাস্তিতে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী গুরুতর আহত

শাহ্রাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ৬:০১ পিএম

শাহ্রাস্তি সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ পাটোয়ারীবাড়ী এলাকায়। এলাকাবাসী জানায়, ১৯ আগষ্ট সকাল ১১টায় কুমিল্লাগামী বোগদাদ ঢাকা মেট্টো-ব ১৫-১০০৬ ও অপর দিক থেকে আসা মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে আরহি সহ দুই শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীরা হলেন, সুয়াপাড়া দক্ষিন মুন্সিবাড়ীর আনোয়ার হোসেনের ছেলে মেহের ডিগ্রি কলেজের এইচএচসির ১ম বর্ষের ছাত্র মোঃ শাখাওয়াত হোসেন (১৮) ও হোসেনপুর স্বর্ণকার পাড়ার অলি উল্যাহের ছেলে হাজীগঞ্জ মডেল সরকারী কলেজের এইসএচসি ১বর্ষের ছাত্র মোঃ সফিউল্যাহ (১৭)। খবর পেয়ে শাহ্রাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে ভর্তি করেন এবং যানচলাচলের প্রতিবন্ধকতা দূর করে গাড়ি চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করেন। দূর্ঘটনায় কবলিত বোগদাদ বাসটি থানায় নিয়ে আসে। এদিকে দূর্ঘটনায় কবলিত গুরুতর আহত মোঃ শাখাওয়াত হোসেনের পিতা মোঃ আনোয়ার হোসেন এ সংবাদদাতাকে জানান আমি খোজ নিয়ে দেখেছি বাসের কোনো দোষ নেই। তাই আমি বলেছি বাসটি ছেড়ে দেওয়ার জন্য। তার যদি মানবতা দেখিয়ে আমার ছেলেদেরকে চিকিৎসা বাবদ একটু সহযোগিতা করে তাতেই আমি সন্তুষ্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ