Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ১

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৯, ৬:৩৪ পিএম

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাগর হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো একজন।
রোববার (১৮ আগষ্ট) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে দেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের হাফিজুল ওরফে হাফি সরদারের ছেলে। আহত রহমত আলী একই গ্রামের আনার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাস সড়কে সগর তার বন্ধু রহমতকে নিয়ে বেপোরায়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলো। এক পর্যায়ে দেবনগর এলাকায় রাস্তার ধারে পিলারের সঙ্গে ধাক্কা লাগে তাদের বাইকটি। স্থাণীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক সাগরকে মৃত ঘোষনা করেন। সাগরের অপর বন্ধু রহমত মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ