বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদুল আযহায় যাতায়াতের সময় সারাদেশের সড়ক-মহাসড়কে ২০৩টি সড়ক দুর্ঘটনায় ২২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। এসব দূর্ঘটনায় আরও ৮৬৬ জন আহত হয়েছে। আজ দুপর সাড়ে ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আগের তুলনায় এবার রাস্তার-ঘাটের পরিস্থিতি কিছুটা ভালো। নৌপথে বেশকিছু লঞ্চ চালু হয়েছে, রেলপথের অবস্থাও ভালো ছিলো। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যানজটের ভোগান্তি, রেলের সিডিউল বিপর্যয়, টিকেট কালোবাজারি, ফেরি পারাপারে ভোগান্তিসহ নানান কারণে যাত্রী হয়রানি বেড়েছে।
তিনি বলেন, বিগত ২০১৬ সাল থেকে ঈদ যাত্রায় যাত্রীকল্যাণ সমিতি ধারাবাহিকভাবে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করছে। এসব প্রতিবেদন গণমাধ্যম ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে কাজে লাগানোয় বিগত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনার হার ৬ দশমিক ৪০ শতাংশ, নিহতের হার ৬ দশমিক ২৫ শতাংশ, আহতদের ১ দশমিক ৫০ শতাংশ কমেছে। যেখানে মোট নিহতের হার ৩৪ দশমিক ৩৭ শতাংশ এবং মোট আহতের ৮ দশমিক ৪২ শতাংশ।
অন্যদিকে, পথচারিকে গাড়িচাপা দেয়ার ঘটনা ঘটেছে ৫২ দশমিক ২১ শতাংশ। আগামী ঈদে এ দু’টি ঘটনা এড়ানো সম্ভব হলে সড়ক ৮৫ দশমিক ২১ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনটির মহাসচিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।