Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে বাস খাদে পড়ে দু’জন নিহত

রংপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ৭:৩২ পিএম

হাজিরহাট থানার মন্থনা এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দু'জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর সদরের আনিছুর রহমান আনিছ (৩২) ও অজ্ঞাত এক ব্যক্তি। হাজিরহাট থানার এসআই আমিনুর রহমান জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকাগামি কান্তি পরিবহনের নৈশ কোচটি মন্থনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে আনিছুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাসযাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ