Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মাগুরা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ৫:৩২ পিএম

বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাগুরার শ্রীপুর উপজেলায় একজন নিহত হয়েছেন। এ সময় অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বরিষাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তির নাম জিয়াউর রহমান (৪৫) ও শামসুজ্জামান (৫৫)। হতাহতদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালুখালী গ্রামে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে জিয়াউর রহমান ও শামসুজ্জামান কালুখালী গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে যশোর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মাগুরার শ্রীপুর উপজেলার বরিষাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর আরোহী শামসুজ্জামান। তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ