বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও-ইসলামাবাদ শাহ ফকির বাজারে যাত্রীবাহী পরিবহন হানিফের একটি বাস চাপায় মোহাম্মদ কালু নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
এ ঘটনায় টমটম চালকসহ গুরুতর আহত হয়েছে আরো এক ব্যক্তি। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
১৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করেছে ঈদগাঁও পুলিশ। মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। ডুলহাজারা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নিহত মোহাম্মদ কালু ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত কালু ঈদগাঁও বাজারে যাওয়ার জন্য ইজিবাইক (টমটমে) উঠছিল। এ সময় কক্সবাজারমুখি হানিফ পরিবহনের বাস ঢাকা মেট্রো ব-১১-১২৪৭ গাড়ীটি সজোরে কালুকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং টমটম চালকসহ আরো একজন যাত্রী গুরুতর আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।