Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৯, ১১:৫৮ এএম | আপডেট : ১২:২৫ পিএম, ১৫ আগস্ট, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সখীপুর-হাটুভাঙ্গা সড়কের বোয়ালী উত্তর পাড়া খালেক মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইসতিয়াক আহমেদ সরকারি মুজিব কলেজের ১ম বর্ষের ছাত্র ও সখীপুর ওকে ফাস্টফুডের মালিক স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকিল আজাদের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল যোগে ইসতিয়াক আহমেদ নলুয়া যাওয়ার জন্য বের হলে খালেক মিয়ার বাড়ির পাশে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, ছেলের আবদারে দুদিন আগেই জমি বিক্রি করে ওই মোটরসাইকেলটি কিনে দেন বাবা।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপ ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ