বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ বুধবার, ঈদের তৃতীয় দিন। কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগের সেই দৃশ্য। হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু ট্রেনে দেখা নেই। সেই পুরনো কথা, ট্রেনের সিডিউল বিপর্যয়। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে সকাল ছয়টায় ছেড়ে যাওয়ার কথা আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনের খবর নেই। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার পর রেলের শিডিউলে দেখা যায় ঢাকা থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর স্টেশন ছেড়ে যাবে।এটি নির্দিষ্ট কোনো সময় নয় সম্ভাব্য সময়। একই অবস্থা ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের। ট্রেন কি কমলাপুর থেকে সকাল ৬ টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘণ্টা দেরিতে এই ট্রেনটি ছেড়ে যাবে বলে ট্রেনের শিডিউলে ঝুলে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।