বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধা সদরে দারিয়াপুরের ঠাকুরের দিঘী ভেলুপাড়া এলাকার এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন বলে সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহারিয়া জানিয়েছেন।
নিহতরা হলেন- অটোরিকশার চালক সদর উপজেলার খোলাহাটি গ্রামের মজনু মিয়ার ছেলে খোরশেদ আলম (৩০) ও লেঙ্গাবাজারের আবুল হোসেনের ছেলে রোমান (২০)।
আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি শাহারিয়া বলেন, গাইবান্ধাগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয়। আহত পাঁচ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১১টায় রোমানের মৃতু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।