Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: মেয়র সাঈদ খোকন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৯, ৯:২৯ পিএম

সাংবাদিকদের ব্রিফ করছেন সাঈদ খোকনকোরবানি পশুর প্রথম দিনের বর্জ্য পূর্বঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে তিনটায় রাজধানীর ধোলায় পড়ে অবস্থিত সাদেক হোসেন খোকা মাঠের বর্জ্য অপসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কোরবানির বর্জ্য অসারণ কাজের উদ্বোধন করছেন সাঈদ খোকনসাঈদ খোকন বলেন, ‘কোরবানির জন্য প্রতি বছরের মতো এ বছরও কিছু স্থান চিহ্নিত করে দেওয়া হয়। তবে নগরবাসীর অনেকেই এসব স্থানে কোরবানি দেননি। তারা নিজস্ব ব্যবস্থাপনায় বাসাবাড়ি বা ফুটপাতে কোরবানি করেছেন। এরপরও নির্ধারিত সময়ের মধ্যেই এসব বর্জ্য অপসারণ করে আমরা পরিচ্ছন্ন নগরী উপহার দেবো।’

মেয়র বলেন, ‘পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও কোরবানি দেওয়ার রেওয়াজ রয়েছে। আমরা যে দিনের বর্জ্য সেদিন অপসারণ করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র খোকন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ