গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এরআগে তিনি ডেঙ্গুর প্রাদুর্ভবকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলে সর্বমহলে তীব্র সমালোচনার শিকার হন।
রোববার (৪ আগস্ট) নগর ভবনে ডিএসসিসি আয়োজিত মসজিদের খতিব-ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র এ পরামর্শ দেন। তিনি বলেন, ‘‘আপনারা লম্বা জামা, পায়জামা এবং মোজা পরতে পারেন। ইমাম সাহেবেরা এমন পরেন। একটু সচেতন হলে আমরা এ (ডেঙ্গু) থেকে মুক্তি পেতে পারি।’’
মেয়রের সমালোচনা করে সুভাশীস আচার্য্য লিখেছেন, ‘‘ভাইজান আপনি নিজে হাঁপহাতা গেঞ্জি পরে অন্যকে বলছেন এই গরমের মধ্যে ফুলহাতা জামা কাপড় পড়তে। আপনাকে কি ছোটবেলায় বাবা-মা শিখায় নাই নিজে যা করতে পারবেনা অন্যকে তা করতে বলবে না।’’
‘‘তার চেয়ে বলেন কাফনের কাপড় পরে থাকতে’’ মেয়রের পরামর্শে ক্ষুব্ধ হয়ে লিখেছেন মো. ফিরোজ শাহ।
ফেমবুকে মোশাররফ মানিক লিখেছেন, ‘‘কোন জ্ঞান বুদ্ধিতে এরা নেতা হয় জানিনা, আল্লাহ তুমি সঠিক স্থানে সঠিক লোককে ক্ষমতায় বসিয়ে দিও-।’’
‘‘নিজে পরেছে টাইট ফিট শর্ট শার্ট। আমাদের মেয়র সাহেব, সব দিকে ব্যার্থ এখন লম্বা জামায় সমাধান খুঁজছে’’ মন্তব্য নাহিয়ান শিপনের।
লতিফ মেয়রের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘ভালো কথা। কিন্তু কথা হচ্ছে, মশা নিধনের জন্য যে বরাদ্দ ছিলো তার কতটুকু কাজে লাগলো আর কতটুকু লুটপাট হলো সেটার হিসেব কে দিবে?’’
উপহাস করে মো. গোলাম মহিউদ্দীন লিখেছেন, ‘‘এইতো আল্লাহ পরুষের পর্দার কাজও আগাইয়া দিলেন। মুখেও কামড়াইতে পারে তাই এক সাথে মুখ বোরকায় ঢাকলে ফরজও আদায় হল ডেঙ্গুর কামড় থেকেও পুরুষ জাতি বাছলো।’’
মেয়রকে উদ্দেশ্য করে আরাফাত হাইদার লিখেছেন, ‘‘এতো তাল না করে মূর্ধা কথা বলে দিলেইতো হয়,‘ঢাকায় থাকতে পারলে থাকো, নয়তো পালাও। মশা তাড়ানোর দায়িত্ব কি মেয়রের?’’
‘‘এই আপনারা প্যাচাল না পেরে পদত্যাগ করেন তো! কতো মানুষ মারা যাচ্ছে আর তার কোনো পদহ্মেপ না নিয়ে ফালতু কথা বলে যাচ্ছে’’ লিখেছেন জামান লুনা।
মো. দিদার হোসেন লিখেছেন, ‘‘আর কত ভাবে মারবেন মশার কামড় দিয়ে মারতেছেন আবার লম্বা জামা লম্বা প্যান্ট পড়তে বলতেছেন পরলেই আবার জঙ্গি বলে মারবেন।’’
রাজিব হোসাইন রাজু লিখেছেন, ‘‘এই ধরনের কথা আমার মনে হয় একজন মেয়রের মুখে মানায় না। আপনি কথগুলো অন্যভাবে বলতে পারতেন।’’
‘‘দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে ডেংগু, আর আপনি প্রতিকার না করে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছন! বাহ মেয়র সাহেব বাহ্!’’ লিখেছেন তাপশ বর্মণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।