বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক হিউম্যান হলারের চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নরিমন মুন্সীর ছেলে মাহেন্দ্র চালক শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের দেলোয়ার হোসেন দিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০)।
গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা বোঝা যায়নি। মাহেন্দ্রটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।”
পরে উদ্ধারকর্মীরা গাড়ির ভেতরে শহিদুলের লাশ পায়। বাবুকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এসআই সাইফুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, শহিদুল তার মাহেন্দ্র নিয়ে গোপালগঞ্জ থেকে রাতে ভাটিয়াপাড়ায় বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।