নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইমারের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার কার্যক্রম বন্ধের জন্য পুলিশের করা সুপারিশ মেনে নিয়েছে আদালত।
তদন্তে ব্রাজিলিয়ান ফুটবল তারকার বিরুদ্ধে ধর্ষণের সত্যতা খুঁজে না পাওয়ায় তা বন্ধের জন্য আদালতের কাছে সুপারিশ করে ব্রাজিল পুলিশ। আদালত তা মেনে নিয়ে বৃহস্পতিবার মামলাটি বন্ধের রায় দেয়।
গত মে’তে প্যারিসের একটি হোটেলে নেইমার কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদে। এরপর পিএসজি তারকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিপরীতে অভিযোগ অস্বীকার করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে আসছিলেন সাবেক বার্সেলোনা তারকা। এ সংক্রান্ত একটি সাত মিনিটের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। হোয়াটসঅ্যাপে ঐ মেয়ের সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রিন শটও প্রকাশ করেছিলেন নেইমার। এরপর এক টেলিভিশন সাক্ষাতকারে ঐ ঘটনা নিয়ে কথা বলেন ক্রিনদাদেও।
তবে শেষ পর্যন্ত জয়ী হলেন নেইমারই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।