নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভারতের নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে সিজেকেএস কারাতে দল দেশ তথা চট্টগ্রামের জন্য বয়ে আনে সম্মান। গত ২৬ থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে এ কারাতে দল ৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ পদক অর্জন করে। কোন আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় এটি চট্টগ্রামের সর্বোচ্চ অর্জন। প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে ১৯ জন প্রতিযোগী ছিলেন। এ উপলক্ষে গতকাল সিজেকেএসএর পক্ষ থেকে কারাতে দলকে দিয়েছে সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও সিজেকেএসএর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ ইসলাম, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক শাহাজাদা আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিলেন অল ইন্ডিয়া সেইশিনকাই শিতো-রিউ কারাতে দো ফেডারেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।