Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম


উজান থেকে নেমে আসা বন্যার পানি ও জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল সকাল থেকে নদীর পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। কাঁঠালিয়া ও রাজাপুরে বেড়িবাঁধ না থাকায় বিষখালী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট। পানি ছুই ছুই নদী তীরবর্তী বাসিন্দাদের বসতঘরও। পানিতে নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহর ও গ্রামের রাস্তাঘাটও তলিয়ে গেছে। জেলার চার উপজেলার আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। সুগন্ধা নদীর তীরবর্তী নলছিটি উপজেলার নাচনমহল, ভবানিপুর, হদুয়া, ইসলামপুর, তেতুলবাড়িয়া এবং বিষখালী তীরবর্তী রাজাপুরের বড়ইয়া, নিজামিয়া, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ ২০ গ্রামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ