বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উত্তাল সাগরে সিমেন্টের ক্লিংকারবাহী দুটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল বুধবার দুপুরে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে এ জাহাজডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিক জাহাজের ক্রুদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
বিআইডবিøউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. সেলিম বলেন, বৈরী আবহাওয়ায় আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায়। কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজদুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল। তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচন্ড ঢেউয়ে একটি জাহাজের তলা ফেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।
জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে জানিয়ে তিনি বলেন, এমভি-টিটু-১৮ এর সকল ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর জাহাজের ক্রুদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।