মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কলকাতা বন্দর থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির নিশ্চিন্তপুর পয়লানম্বর ঘাটের হুগলি নদীতে ডুবে গেছে বাংলাদেশের একটি জাহাজ। জাহাজটি ছাইভর্তি ছিল। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
জাহাজ থেকে নয়জন বাংলাদেশি ও একজন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশিদের সেফ হোমে রাখা হয়েছে। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। জাহাজের কর্মীদের চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, ‘এমভি রাফসান হাবিব ৩’ নামে জাহাজটি ছাই বোঝাই করে বাংলাদেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। জাহাজের পাটাতন ফুটো হয়ে ডুবে যায়। স্থানীয় মৎস্যজীবীরা জাহাজে থাকা মানুষকে উদ্ধার করেন।
স্থানীয় মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর, কুলপির ওসি বাপি রায় ও বিডিও সৌরভ গুপ্ত ঘটনাস্থলে যান। তবে তাঁরা আসার আগেই জাহাজটি ৮০ শতাংশ ডুবে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।