পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ডেঙ্গুকে জাতীয় দুর্যোগ বলে অভিহিত করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সব দলকে নিয়ে একসঙ্গে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সরকারকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
বুধবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডি রাইফেলস স্কয়ার মার্কেটের সামনে ডেঙ্গু মোকাবিলায় সচেতনামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে নোমান বলেন, ‘আগাম সতর্কতা থাকা সত্ত্বেও সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেনি। এটি মন্ত্রী-এমপিদের বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে।’
ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক হওয়ার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সরকারকে বলবো এটা নিয়ে রাজনীতি না করে অবিলম্বে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলুন।
এসময় বিএনপির নেতাকর্মীরা কারাবন্দি চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদ জিয়ার মুক্তির দাবিতেও লিফলেট বিতরণ করে। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী, খালেদা ইয়াসমিন, শেখ রবিউল আলমসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।