Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মেয়রের গাড়িতে ফেন্সিডিল

মহসিন রাজু : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

শেরপুর পৌরসভা মেয়র আবদুস সাত্তারের ব্যবহৃত সরকারি গাড়ীতে ফেন্সিডিল বহন করে ঢাকায় নেয়ার পথে গাজীপুরের কোনাবাড়িতে আটক করেছে র‌্যাব। এ সময় ওই গাড়িতে ৫০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং গাড়ীর চালক মো. নুর আলম মুন্না (২৫) সহ ৩ জনকে আটক করা হয়। গত বৃহষ্পতিবারের এই চাঞ্চল্যকর ঘটনাটি রোববার পর্যন্ত প্রকাশ না হলেও সোমবার বিকেল থেকে এটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হলে বগুড়ায় বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়।
জানা যায়, গত বৃহষ্পতিবার শেরপুর পৌরসভার মেয়রের ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে মেয়র পুত্র রিপন, চালক মুন্নাফ ও তাদের অপর দুজন সহযোগী ৫০২ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী এ খবর জানলে তারা ওই দিন সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়িতে গাড়িটিকে থামার সিগন্যাল দিয়ে ব্যারিকেড দেয়। এ সময় বিপদ বুঝে মেয়র পুত্র রিপন কৌশলে সটকে পড়লেও গাড়িসহ অন্যদের আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় গাড়ি তল্লাশী করে ৫০২ বোতল ফেন্সিডিল, নগদ ৪৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে তা’ জব্দ করে। এ ঘটনায় গত শুক্রবার তাদের বিরুদ্ধে মামলা করে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে মেয়র সাত্তারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেন্সিডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ