Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা সীমান্তে ফেন্সিডিল গাজা উদ্ধার বিজিবি’র, আটক দুই

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৪:৪২ পিএম

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় গরু, গরুর পচা মাংস, ফেন্সিডিল, গাজা, শ্যাম্পু ও মেলামাইন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৯ এপ্রিল) সকালে এসব মালামাল উদ্ধারের পাশাপাশি দুই চোরাকারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলো-কলারোয়া থানার বোয়ালিয়া গ্রামের আজগর আলীর ছেলে জসিম উদ্দীন (৩০) ও সদর থানার লক্ষ্মীদাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে জাহিদ হোসেন (২০)।
জসিম উদ্দীনের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আর জাহিদ হোসেনের কাছ থেকে ১৫০ গ্রাম গাজা উদ্ধার করে বিজিবি।
এছাড়া, কলারোয়ার কাকডাঙ্গা ক্যাম্পের টহল দল ২০ হাজার টাকা মূল্যের মেলামাইন সমাগ্রী, মাদরা ক্যাম্পের টহলদল ১০০ কেজি পচা গরুর গোশত ও ১৯ বোতল ফেন্সিডিল, তলুইগাছা ক্যাম্পের টহলদল দুই লাখ আশি হাজার টাকা মূল্যের চারটি ভারতীয় গরু আর কুশখালি ক্যাম্পের টহলদল দশ হাজার পঞ্চাশ টাকা মূল্যেও ভারতীয় শ্যাম্পু আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ