Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পাথর বোঝাই ট্রাক আটকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ২:২৬ পিএম

বগুড়া ডিবির একটি অভিযানিক টিম পাথরবাহী ট্রাক আটকে ৫১০ বোতর পেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার ট্রাক চালক সহ ৩ জনকে আটক করেছে । সোমবার ভোর সাড়ে ৪টায় বগুড়া শহরতলীর সাবগ্রাম বাইপাস রোডে ট্রাক আটকে উল্লেখিত মাদক উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয় ।

ডিবির প্রেস রিলিজে জানানো হয়, নিখুঁত তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবির ইনচার্জ আসলাম আলী অভিযানিক টিম নিয়ে বগুড়া ঢাকা মহাসড়কের ২য় বাইপাস সাবগ্রাম রেল গেইটের কাছে অবস্থান নিয়ে অপেক্ষায় থাকে । ভোর সাড়ে ৪টায় পাথর বোঝাই ( ঢাকা-মেট্রো-ট-২২-৯০৪০) ট্রাকটি উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে রেল গেইটের কাছে আসলে সেটার গতিরোধ করে ডিবি ।
ট্রাকের চালক পাট গ্রামের তাহেরুল ইসলাম ওরফে রশিদ (২২), তার সহকারি মোঃ সুরুতজামান (২৩) এবং মাদক কারবারি হাতিবান্ধার সিংড়িমারি গ্রামের নজরুল ইসলাম (৪৫) কে আটক করে । তাদের জিজ্ঞাসাবাদে পর ওই ট্রাকের পেছনের অংশের ডালায় লুকানো ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।

গ্রেফতারের পর ধৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ